তিস্তা নদীতে সাড়ে ৪১ ফুটের বিশাল নৌকা! তাক লাগালেন জলপাইগুড়ির ফুলচাঁদ মল্লিক

জলপাইগুড়ি, হলদিবাড়ি: দীর্ঘ ৪১.৫ ফুট, প্রস্থ ১১ ফুট — জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারী প্রশ্ননগরপাড়ার ফুলচাঁদ মল্লিক বানিয়ে ফেললেন এমনই একটি বিশাল নৌকা, যা এখনই তিস্তা নদী পারাপারের আশার আলো হয়ে উঠেছে এলাকার মানুষের কাছে। প্রায় দেড় মাস ধরে অক্লান্ত পরিশ্রম আর নিখুঁত কারিগরি দক্ষতায় তৈরি হওয়া এই নৌকাটি দেখতে ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন বহু মানুষ।

নৌকাটির মালিক রঞ্জিত মল্লিক ও কৃষ্ণধন মল্লিক জানান, এই প্রকাণ্ড নৌকাটি তৈরিতে প্রায় ৪ লক্ষ টাকা খরচ হয়েছে। ধারণ ক্ষমতা ২৫০ থেকে ৩০০ জন। শুধুমাত্র মানুষের যাতায়াত নয়, প্রয়োজন অনুযায়ী মালপত্র পারাপারেও ব্যবহার করা যাবে এই নৌকাটি। খুব শীঘ্রই এটি নামানো হবে তিস্তা নদীতে — এমনটাই জানিয়েছেন প্রস্তুতকারক ফুলচাঁদ মল্লিক।

স্থানীয় বাসিন্দা নির্মল রায় বলেন, “এই নৌকা চালু হলে তিস্তার ওপারের বাহিরচরের মানুষদের যোগাযোগের বড় সুবিধা হবে। আমরা বহুদিন ধরেই একটা বড় ও নিরাপদ নৌকার অপেক্ষায় ছিলাম। এখন ফুলচাঁদবাবুর তৈরি এই নৌকাটি আমাদের সেই স্বপ্নপূরণ করবে।”

এই উদ্যোগ শুধু প্রযুক্তির প্রদর্শন নয়, একযোগে বহু মানুষের স্বপ্ন, প্রয়োজন এবং জীবনের সঙ্গে জড়িয়ে থাকা নদীঘেরা বাস্তবতাকে ছুঁয়ে যায়। যখন সাধারণ মানুষ নিজেরাই সমাধান তুলে আনেন সমস্যার, তখন তা হয়ে ওঠে অনুপ্রেরণার গল্প। আর এই বিশাল নৌকা — এক জীবন্ত প্রমাণ তারই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *