ইংরেজিতে হায়ার সেকেন্ডারি বানান বলতে না পারলেও পাশের দাবিতে পথ অবরোধ ফেল করা ছাত্রীদের

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৩ জুন ২০২২ : ইংরেজিতে হায়ার সেকেন্ডারি বানান বলতে না পারলেও পাশের দাবিতে পথ অবরোধ ফেল করা ছাত্রীদের। যানজটে নাকাল সাধারণ জনতা।

সোমবার আচমকাই জলপাইগুড়ি কদমতলা গার্লস হাই স্কুলের এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফেল করা বেশি কিছু ছাত্রী স্কুলের সামনের রাস্তা অবরোধ করে তাঁদের পাস করিয়ে দেওয়ার দাবী জানায়।

যার ফলে শহরের অন্যতম ব্যস্ত পথে সৃষ্টি হয় যানজট। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে আন্দোলরত ছাত্রীদের বোঝানোর চেষ্টা করলেও নিজেদের দাবিতে অনড় থাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃৎকার্য হওয়া ছাত্রীরা।
যদিও পাশের দাবিতে আন্দোলনরত এক উচ্চ মাধ্যমিক ফেল ছাত্রীকে ইংরেজিতে হায়ার সেকেন্ডারি বানান করতে বললে সঠিক বানান বলতে পারে নি সে।

দেখুন ভিডিওতে

তবে আন্দোলনরত এই উচ্চ মাধ্যমিক ফেল ছাত্রীরা দাবী জানিয়ে বলে, আমরা টেস্টে পাস করেছি। উচ্চ মাধ্যমিক পরীক্ষাও ভালো দিয়েছি তার পরেও কেন আমাদের ফেল করানো হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *