বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২৯ জুলাই ২০২২ : শ্রেণীকক্ষে শিস দেওয়ার অপরাধে কয়েকজন ছাত্রের মাথার চুল কাঁচি দিয়ে কাটলেন প্রধান শিক্ষিকা। দক্ষিণেশ্বর থানার আড়িয়াদহ কালাচাঁদ হাই স্কুলে বুধবারের ঘটনা। অভিযোগ, নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান ক্লাস চলাকালীন কোনও ছাত্র শিস দেয়। যদিও কেউই অপরাধের কথা স্বীকার করেনি। সন্দেহবশত ভৌত বিজ্ঞানের শিক্ষিকা সাতজন ছাত্রকে প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী মজুমদারের ঘরে রুমে যান। অপরাধের কথা কেউ স্বীকার না করায় ক্ষোভে প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী মজুমদার ওই সাত জন ছাত্রের মাথার চুল নিজের হাতে কাঁচি দিয়ে কেটে দেন বলে অভিযোগ। শুক্রবার বেলায় অভিভাবক বৃন্দের পক্ষ থেকে দক্ষিণেশ্বর থানায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনাটি খতিয়ে দেখছে। ছাত্রদের চুল কাটার ঘটনা নিয়ে আড়িয়াদহ জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ালেও, প্রধান শিক্ষিকা ইন্দ্রানী মজুমদার সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে চাননি। স্কুলের পরিচালন কমিটির সদস্য অসীম দত্তের কথায়, আদালতের নির্দেশ ছাত্রদের ওপর কোনওরকম অত্যাচার যাবে না। সুতরাং ছাত্রদের চুল কাটার ঘটনা সমর্থন করিনা। এক্ষেত্রে ছাত্রদের কাউন্সেলিং করা উচিত। ওই স্কুলের অন্যান্য শিক্ষকদের দাবি, শিস দেওয়ার জন্য চুল কাটা হয়নি। ফিল্মি স্টাইলে চুল থাকায় হয়তো চুল একটু ছেটে দেওয়া হয়েছে। নিয়মানুবর্তিতা বজায় রাখার জন্যই এটা করা হয়েছে।
