প্রতীক্ষার অবসান। শুরু হল হলদিবাড়ি থেকে দার্জিলিং মেলের পরিষেবা (ভিডিও সহ)

বিকাশ সরকার, হলদিবাড়ি, ১৫ আগস্ট : হলদিবাড়ি মানুষের দীর্ঘ প্রতীক্ষার পর আজ থেকে শুরু হলো ঐতিহ্যবাহী দার্জিলিং মেল। উল্লেখ্য এর আগেও হলদিবাড়ি থেকে দার্জিলিং মেলের দুটি কোচের পরিষেবা পেতেন হলদিবাড়ি বাসীরা। কিন্তু বিগত লকডাউনের সময় থেকেই পুরোপুরি ভাবে বন্ধ হয়ে যায় সেই পরিষেবা। অবশেষে মানুষের দীর্ঘদিনের চাহিদা এবং দীর্ঘ প্রতীক্ষার পর দার্জিলিং মেল পুনরায় চালু হলো। কিন্তু এবার এই দার্জিলিং মেলের পরিষেবা কে কেন্দ্র করে হলদিবাড়ির

জনসাধারণ এবং হলদিবাড়ি রেলওয়ে প্লাটফর্ম এক ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী হয়ে রইল। কেননা এবার থেকে দার্জিলিং মেলের পুরো কোচের পরিষেবাই পাবেন হলদিবাড়ির বাসিন্দারা । সে কারণেই হলদিবাড়ি প্লাটফর্মে এক জমজমাট উল্লাস উদ্দীপনার মধ্য দিয়ে ঢল নামলো উৎসাহিত মানুষদের। আবার অনেকেই ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে প্লাটফর্মের পাশে দাঁড়িয়ে মোবাইলে ক্যামেরাবন্দি করলেন নিজের ছবি। আবার নতুন প্রজন্মের ছেলে মেয়েরা ঐতিহ্যবাহী দার্জিলিং মেলের পাশে দাঁড়িয়ে সেলফি তুলতেও ব্যস্ত হয়ে পড়েন।

Haldibari to Darjeeling mail service started

জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায় আমাদের প্রতিনিধি কে বলেন, আপাতত ডিজেল ইঞ্জিন দিয়ে শুরু হলেও শীঘ্রই হলদিবাড়ি থেকে ইলেকট্রিক ইঞ্জিন দিয়ে দার্জিলিং মেলের পরিষেবা চালু হবে।

দেখুন ভিডিও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *