দুর্গা পুজো করার মাঠে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা জলপাইগুড়ি শহরে

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৭ আগস্ট : দুর্গা পুজো করার মাঠ পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল জলপাইগুড়ি শহরের সমাজ পাড়া এলাকায়। বুধবার সকাল থেকে পুজোর মাঠে ইন্ডিয়ান মেডিকেল আসোসিয়েশন (আইএমএ) পাঁচিল তোলার কাজ শুরু করে বলে অভিযোগ। পুজো কমিটির মহিলারা ও স্থানীয় বাসিন্দারা বাঁধা দিয়ে পাঁচিল দেওয়ার কাজ আটকে দিল।

পুজো কমিটির দাবি, দীর্ষ ৬৫ বছর ধরে সমাজ পাড়ার মাঠে সমাজ পাড়া দুর্গা পুজো কমিটি পুজো করে আসছে। প্রতিবছর এই মাঠে পুজো ও বিভিন্ন অনুষ্ঠান করা হয়। এছাড়া এই মাঠে সারা বছর ধরেই বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা সভা করেন। মাঠটি ব্রাহ্মসমাজের মাঠ বলে সকলের জানা। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএম‌এ) কর্তৃপক্ষ বুধবার সকালে একটি জেসিবি মেশিন দিয়ে গর্ত খুঁড়ে এই মাঠের চারদিকে দেওয়াল তোলার পরিকল্পনা নেয়। যদিও এই ঘটনার বিরোধিতা করে ময়দানে নামেন এলাকার শতাধিক মানুষ। এই মাঠ ঘেরাও করা যাবে না এই দাবি তুলে স্থানীয়রা ও পুজো কমিটি মহিলারা কাজ আটকে দেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছয় আইএমএ সদস্যরা। তাঁদের ঘিরেও বিক্ষোভ দেখায় স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা তথা পুজো কমিটির সদস্যা কৃষ্ণা ঘোষ বলেন,”আমরা এত বছর থেকে পুজো করে আসছি। এখানে আমাদের পুজো হবে ও মাঠ ঘেরাও করা যাবে না। আজকে কাজ আটকে দেওয়া হল। এই মাঠে কিছুতেই তারা দেওয়াল তুলতে দেবেন না। এই নিয়ে আই‌এম‌এ কর্তৃপক্ষ‌কে লিখিত প্রতিশ্রুতি দেওয়ার দাবি জানান তিনি।

এদিকে আইএমএ জেলা সম্পাদক ডাঃ সুশান্ত রায় বলেন,”পুজো কমিটির সঙ্গে আলোচনা হয়েছে। খোলা মাঠ থাকলে অনেক রকম অসুবিধে হয়। আমরা সৌন্দর্যায়নের পাশাপাশি সিনিয়র সিটিজেন পার্ক করবো। তিনি বলেন, কাজ বন্ধ করা হয়নি। কাজ হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *