এসআরএমবি চ্যাম্পিয়নশিপের প্রথম খেলায় বিজয়ী আয়োজক আরএসএ

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২০ আগস্ট : জলপাইগুড়ি রায়কত পাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন আয়োজিত পঞ্চদশ বর্ষ এসআরএমবি চ্যাম্পিয়নশিপ এবং পল্টু মোদক, রজত ঘোষ মেমোরিয়াল রানার্স আপ নকআউট ফুটবল প্রতিযোগিতা শনিবার থেকে শুরু হলো জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে। উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় এই ফুটবল প্রতিযোগিতায় দুটি বিভাগে মোট আটটি দল এবার অংশগ্রহণ করেছে।

এই আটটি দলের মধ্যে গ্রুপ এ’তে রয়েছে- ইস্টবেঙ্গল ফুটবল স্কুল অফ এক্সিলেন্স (কলকাতা), জয়গাঁ এফসি, কাঞ্চনজঙ্ঘা এফসি এবং কর ব্রাদার্স ইলেভেন। গ্রুপ বি’র চারটি দল হল – বাংলাদেশের সন্তোষ এসএ, প্রতিযোগিতার আয়োজক রায়কত পাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন, সাই (জলপাইগুড়ি) এবং এসএসবি (সেন্ট্রাল)। শনিবারের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে এসএসবি (সেন্ট্রাল) ও রায়কত পাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন (আরএসএ)। এই খেলায় আরএসএ ২-১ গোলে পরাজিত করে এসএসবি (সেন্ট্রাল) কে। বিজয়ী দলের হয়ে গোল দুটি করেন Kunal Mangar (খেলার ২৪ মিনিটে) এবং Bishal Barla (৪২ মিনিটে), অপরদিকে বিজিত দলের হয়ে একমাত্র গোলটি করেন খেলার ১৮ মিনিটে এসএসবি’র Doimalu Bhramba। আজকের খেলার ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন আরএসএ’র খেলোয়াড় গণেশ। খেলা দেখতে মাঠে প্রচুর দর্শক উপস্থিত হয়েছিলেন। আগামীকাল রবিবার এই প্রতিযোগিতায় মুখোমুখি হবে জয়গাঁ এফসি ও কাঞ্চনজঙ্ঘা এফসি। খেলা শুরু হবে বিকেল সাড়ে তিনটায় টাউন ক্লাব ময়দানে। রবিবার ছুটির দিন তাই এদিনও ভিড় উপচে পড়বে মাঠে আশায় আয়োজক ক্লাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *