বিশ্বজিৎ নাথ, কলকাতা, ৩ সেপ্টেম্বর : চিটফান্ড মামলায় গ্রেপ্তার হালিশহর পুরসভার পুরপ্রধান রাজু সাহানি। শুক্রবার নিউটাউনে তাঁর ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার করে সিবিআই। বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এল, তার সদুত্তর দিতে পারেনি রাজু সাহানি। সূত্র বলছে, সন্মার্গ কো-অপারেটিভ নামক একটি চিটফান্ড সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন রাজু সাহানি। ওই চিটফান্ড সংস্থাকে প্রোটেকশন দেবার জন্য তাকে মোটা অংকের টাকা দেওয়া হয়েছিল। এদিন হালিশহরে গঙ্গার ধারে তার হাইনেস্ট রিসোর্টেও তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারীরা। হালিশহরে থাকলে ওই রিসোর্টেই থাকতেন।সিবিআই-র দাবি, ধৃতের বাড়ি থেকে খোঁজ মিলেছে থাইল্যান্ডের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও। সেই একাউন্টে হদিশ মিলেছে বিপুল অঙ্কের টাকার। সূত্র বলছে, রাজুর পিতা লক্ষ্মণ সাহানি বাম জমানায় দাপুটে কাউন্সিলর ছিলেন। যদিও এই বিষয়ে কিছুই জানা নেই বলে দাবি করলেন বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ সরকার ৷ সুবোধ বাবুর দাবি, সংবাদমাধ্যমেই তিনি বিষয়টি দেখেছেন ৷ আদালতে তোলা না পর্যন্ত জানা যাবে না গ্রেপ্তারির বিষয়ে।
