সংবাদদাতা, জলপাইগুড়ি, ২২ সেপ্টেম্বর : আইনজীবী ও সরকারি ইনভেস্টমেন্ট কনসালট্যান্ট পরিচয় দিয়ে শিলিগুড়ির এক ব্যক্তিকে প্রতারণা, লিখিত অভিযোগের ভিত্তিতে জলপাইগুড়ির গোমস্ত পাড়া থেকে গ্রেপ্তার এক ব্যক্তি। বুধবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করতে আসেন শিলিগুড়ির পুস্কর দাসগুপ্ত। তার অভিযোগ জলপাইগুড়ির গোমস্তপাড়ার বাসিন্দা বৈনব ঘোষ তার কাছে আইনজীবী ও সরকারি ইনভেস্টমেন্ট কনসালট্যান্ট এর পরিচয় দিয়ে সরকারি প্রকল্পে ইনভেস্ট করতে বলেন। সেই মত দুই বছর আগে ৪ লক্ষ এবং পরবর্তীতে আরও ৬ লক্ষ টাকা প্রদান করি। কিন্তু পরবর্তীতে বুঝতে পারি আমি প্রতারিত হয়েছে। সেই মত আজ লিখিত অভিযোগ করলাম।

এনিয়ে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার কোর্টে তোলা হবে।