সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৯ অক্টোবর : হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি তারপর আলোর উৎসব দীপাবলি (Diawali) উৎসবে মেতে উঠবে সমগ্র দেশবাসী। আলোর রোশনাইয়ে সেজে উঠবে সমগ্র দেশ। গ্রাম থেকে শহর সর্বত্র ঘরে ঘরে জ্বলবে প্রদীপ ও বৈদ্যুতিক টুনি লাইট। উৎসবের মরশুমে উর্ধ্বমুখী তেলের দাম। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে দাম বেড়েছে প্রদীপ, তেল ও টুনি লাইটের। সেজন্য পকেটে টান পড়েছে আমজনতার। তাই এবছর তেলের খরচ বাঁচাতে দীপাবলির আগে বাজারে এসেছে ‘ম্যাজিক প্রদীপ’। আলাদিনের আশ্চর্য প্রদীপকে টেক্কা দিচ্ছে এই ম্যাজিক প্রদীপ। জল দিয়ে জ্বলছে প্রদীপ আর তা দিয়েই বাজিমাত দীপাবলির বাজার। জল ঢাললে প্রদীপ জলে আবার জল ফেলে দিলে নিভে যায়। শুনতে আশ্চর্য মনে হলেও এটাই বাস্তব। দিল্লীতে তৈরি এই প্রদীপ বাজারে আসতেই ব্যাপক বিক্রি হচ্ছে। মূলত ব্যাটারি দিয়েই এই প্রদীপগুলি জ্বলে। জল দিলেই ব্যাটারি অন হয়ে যাচ্ছে। এরপর প্রদীপে লাগানো এলইডি লাইট জ্বলে উঠছে।

আলোর উৎসবে এবছরের বিশেষ আকর্ষণ এই আশ্চর্য প্রদীপ। তেল ও বিদ্যুৎ ছাড়া শুধুমাত্র জলে জ্বলবে (Water Lamp) এই প্রদীপ। হাওয়ায় নিভে যাওয়ার সম্ভাবনা নেই। অন্যান্য জায়গার মতোই জলপাইগুড়ি বাজারের বৈদ্যুতিক সামগ্রীর দোকানে মিলছে এই ম্যাজিক প্রদীপ। এবার এই ম্যাজিক প্রদীপের বাজারে যথেষ্ট চাহিদা রয়েছে। কারণ অনেকেই মনে করছেন এই প্রদীপের ব্যবহার যথেষ্ট লাভজনক।

তেল খরচ নেই, তাই একবার কিনে নিতে পারলেই বহুদিন পর্যন্ত শুধুমাত্র জল ঢেলে প্রদীপ জ্বালানো যাবে। মাত্র ৩৫-৪০ টাকায় বাজারে মিলছে এই ম্যাজিক প্রদীপ। এক বাক্সে ছটি করে প্রদীপ থাকে। ব্যবসায়ীদের দাবি, কয়েক ঘণ্টা টানা জ্বলবে এই প্রদীপের আলো। ফলে ঘর সাজাতে এই প্রদীপ ব্যবহার করা যেতেই পারে। পাশাপাশি তেল প্রদীপের মতো এটা থেকে আগুন লাগার কোনও সম্ভবনা নেই। নতুনত্ব জিনিসের চাহিদা বাজারে এমনিতেই বেশি থাকে তাই এই ম্যাজিক প্রদীপের চাহিদাও রয়েছে যথেষ্ট।