সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৬ অক্টোবর : আনন্দ উৎসবের দিনেই না ফেরার দেশে পাড়ি দিলেন জলপাইগুড়ির অন্যতম ক্রীড়া সংগঠক ও শিক্ষা জগতের এক উজ্জ্বলতম নক্ষত্র। শোকের ছায়া শহরে।

বিধুভূষণ দেব, প্রতিষ্টাতা সদস্য তথা প্রাক্তন সহ সভাপতি জেলা ক্রীড়া সংস্থা। দেশ স্বাধীন হওয়ার পর যখন নিজের দেশকে বিভিন্ন ভাবে গড়ে তোলায় ব্রতী অনেকেই, সেই সময় সুস্থ্য স্বাস্থ্য, সুস্থ মন, গড়ার লক্ষে জলপাইগুড়ির ক্রীড়া প্রেমীদের সংগঠিত করার কাজের দায়িত্ব নিয়েছিলেন সবার প্ৰিয় এই মানুষটি। পাশাপাশি তিনি সোনাউল্লা বিদ্যালয়ের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন।
বুধবার ৯৫ বছর বয়েসে বার্ধকজনিত অসুখে না ফেরার দেশে পাড়ি দেন তিনি। খবর ছড়িয়ে পড়তেই শহরের শিরীষতলা সংলগ্ন এলাকার বাসভবনে ছুটে যান জলপাইগুড়ি ডিএসএর বর্তমান সদস্য থেকে স্কুল স্পোর্টস এসোসিয়েশনের কর্মকর্তারা, জানানো হয় শেষ শ্রদ্ধা। এই বিশিষ্ট ক্রীড়া সংগঠকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জলপাইগুড়ির আরেক ক্রীড়াবিদ সন্টু চ্যাটার্জী বলেন, ময়দান অন্ত প্রাণ মানুষটি আজ বিদায় নিলেন। তবে স্মৃতি হয়ে চিরকাল বেঁচে থাকবেন তিনি জলপাইগুড়ির ক্রীড়া প্রেমীদের মনে।