সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৭ অক্টোবর : সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নানান প্রতারণা চক্র। সোশ্যাল মিডিয়া ব্যবহার করার বিষয়ে আরো সতর্ক হোন, নয়তো আপনিও হতে পারেন প্রতারণার শিকার।

ফেসবুক থেকে জলপাইগুড়ির এক যুবতীর ছবি ডাউনলোড করে ও তা বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে বিহারের পাটনা থেকে এক যুবককে গ্রেপ্তার করা হল। বুধবার জলপাইগুড়ি জেলা ও দায়রা আদালতে ওই যুবককে তোলা হলে তাকে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক বলে জানা গেছে।

এ বিষয়ে অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর মৃন্ময় ব্যানার্জি বলেন, জলপাইগুড়ির এক যুবতীর সাথে বিহারের পাটনার এক যুবকের সোশ্যাল মিডিয়ার পরিচয় হয় এবং ফেসবুক থেকে যুবতীর কিছু ছবি ডাউনলোড ও সেগুলিকে বিকৃত করে ভাইরাল করে দেওয়া হবে বলে যুবতীকে ব্ল্যাকমেল করে তার কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়। এই মর্মে জলপাইগুড়ি সাইবার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সাইবার থানা। বিহার থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। বুধবার কোর্টে তোলা হলে বিচারক তাকে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।