সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৭ অক্টোবর : জঙ্গল কমছে, কমছে জঙ্গলে খাবার। আর তারই জেরে খাবারের খোঁজে বানরের দল লোকালয়ে। জলপাইগুড়ি রোড স্টেশন যাওয়ার পথে ও পাতকাটা এলাকায় এখন প্রায়ই দেখা মিলছে বানর দলের। জঙ্গলে খাবারের অভাবের কারণেই বানরের দল লোকালয়ে বলে স্থানীয়রা জানান। খাবারের আশায় পথের পাশেই বাচ্চা সহ পরিবার নিয়ে অপেক্ষা করে বানরের দল। তবে মাঝে মধ্যে বিভিন্ন বাড়িতে খাবারের জন্য হানা দিচ্ছে বানরের দল বলে স্থানীয়রা জানালেন। লকডাউনের সময় থেকেই তারা এভাবে এই এলাকায় আস্তানা গেড়েছে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জাকির হোসেন বলেন, প্রতিদিন এরা রাস্তার পাশে খাবারের জন্য অপেক্ষা করে। তবে মাঝে মধ্যে বাড়িতে গিয়েও অত্যাচার করে। দল বেঁধে এরা ঘুরে বেড়ায়। দলে বানরের সংখ্যা ৫০ এর উপরে। আমরা বিভিন্ন সময় সবাই মিলে এদের খাবার দাবারের ব্যবস্থাও করি বলে জানান তিনি।
