বিশ্বজিৎ নাথ, কলকাতা : আগামীদিনে রাজ্যে পরিবেশ বান্ধব গাড়ি রাস্তায় নামবে। শনিবার রাজ্যের পরিবহন দপ্তরের উদ্যগে নবনির্মিত হালিশহর ডানলপ ফেরিঘাট ও লঞ্চ পরিষেবার উদ্বোধনে এমনটাই বললেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। এদিন তিনি বললেন, সরকার ই- ভেইকেলের দিকে এগোচ্ছে। ১১৮০ টি বাস চুক্তিবদ্ধ হয়েছে টাটাদের সঙ্গে। পরিবহন মন্ত্রী আরও জানান, হালিশহর থেকে হলদিয়া পর্যন্ত ৫৮টি আধুনিক জেটি নির্মাণ করা হবে। সেখানে লঞ্চ দেওয়া হবে।

২২টি জেটির মধ্যে নয়টি জেটির সম্পন্ন হয়েছে। মুখ্যমন্ত্রী ওই নয়টি জেটির উদ্বোধন করেছেন। তার মধ্যে এদিন হালিশহর-বাঁশবেরিয়া ফেরিঘাটে দুটি লঞ্চ দেওয়া হল। বাকি আটটি জেটিঘাটেও লঞ্চ দেওয়া হবে। ফেরিঘাট ও লঞ্চ পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্তিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, কাঁচড়াপাড়া পুরসভার পুরপ্রধান কমল অধিকারী, উত্তর ২৪ পরগনা জেলার আর টি ও সদস্য প্রিয়াঙ্গু পান্ডে, তৃণমূল নেতা প্রবীর সরকার প্রমুখ।