সংবাদদাতা, জলপাইগুড়ি : মার ইচ্ছা পুরণেই জলপাইগুড়ি আসা। শুক্রবার জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের দপ্তরে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওই সেন্টারের বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের স্পেশাল চেয়ার সহ বেশ কিছু সরঞ্জাম তুলে দিলেন কলকাতার সল্টলেকের বাসিন্দা মিত্রা রায়। উল্লেখ্য, এর আগেও তিনি সমাজ সেবামূলক কাজে জলপাইগুড়ি এসেছেন। কিন্তু এবার সরাসরি বিশেষ চাহিদাসম্পন্ন ছেলে মেয়েদের সাহায্য করতে ছুটে এসেছেন। মিত্রা দেবী বলেন, ছোটোবেলা থেকেই দেখতেন তার মা আর্থিকদিক থেকে পিছিয়ে পরা লোকেদের সাহায্যের জন্য এগিয়ে যেতেন। মার দেখানো সেই পথেই তিনি চলেছেন বলে জানান।

এদিকে সেন্টার ফর স্পেশাল এডুকেশন ফরদা ডিজেবল চিড্রেন প্রজেক্টের প্রিন্সিপাল সাথী মিত্র মজুমদার বলেন, এই সমস্ত ছেলেমেয়েদের স্পেশাল চেয়ার প্রয়োজন হয়। যা এফোর্ট করার ক্ষমতা সবার থাকে না। আজ সেই চেয়ার সহ বেশ কিছু সরঞ্জাম মিত্রা রায় তুলে দিয়েছেন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক সঞ্জয় চক্রবর্তী সহ সদস্যরা ও কর্মীরা।