ডিজিটাল ডেস্ক : হঠাৎই প্লাস্টিক পরে রাস্তায় বেড়িয়ে পড়লেন উরফি জাভেদ। নীল রঙের সেই প্ল্যাস্টিকের পোশাক ভাল করে দেখলে বোঝা যাবে, সেটি একটি মিনি স্কার্ট। তাতে চেন, পকেট সবই রয়েছে। বুক খোলা এক সাঁতারের পোশাক পরেছিলেন উরফি। স্তনবৃন্তের উপর দিয়ে সরু ফিতে চলে গিয়েছে এ পার ওপার, তাতে দৃশ্যমান স্তনদ্বয়ের অধিকাংশই। অনেকে বাড়ির প্লাস্টিক ব্যাগ খোয়া গিয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করতে শুরু করেন।
