জলপাইগুড়ি শহরকে নেশা মুক্ত করতে উইনার্স পুলিশের উদ্যোগে বিশেষ টহল

সংবাদদাতা, জলপাইগুড়ি : জলপাইগুড়ি শহরে দিনে দিনে বেড়েই চলছে নেশার প্রতি আসক্তি। শহরের বেশ কিছু জায়গায় দেখা যায় এমনই চিত্র, বিভিন্ন নেশা সামগ্রী হাতে নেশা করতে ব্যস্ত যুবসমাজ। নেশার প্রতি আসক্তি কমাতে এবং শহরকে নেশা মুক্ত করতে তৎপর জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। সোমবার জলপাইগুড়ি শহরের বেশ কিছু জায়গা সহ কদমতলা মোড়ের বিভিন্ন এলাকায় চলে টহল।

জলপাইগুড়ি কোতোয়ালি থানার বিশেষ উইনার্স পুলিশের উদ্যোগে চলে এই টহল। পুলিশ বেশ কিছু জায়গা ঘুরে দেখে এবং সেখানে থাকা যুবকদের বের করে দেয়। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক এলাকাবাসী জানায়, প্রতিদিনই এখানে প্রচুর যুবক যুবতী এখানে নেশা করে। পুলিশ এলে চলে যায়, তারপর আবার ফিরে আসে।

পুলিশ সূত্রে জানা গেছে এরকম নেশা রুখতে টহল মাঝে মাঝেই হবে এবং কদমতলা এলাকায় বেশি হবে, কারণ সেখানেই নেশার আঁতুড়ঘড়। পরবর্তীতে যেসব যুবককে নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা নেওয়া হবে।

Special patrol by Wieners Police to make Jalpaiguri town drug free

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *