ভারত বাংলাদেশ আন্তর্জাতিক মিতালী ট্রেনের বাথরুম থেকে উদ্ধার এক বাংলাদেশী

বিকাশ সরকার, হলদিবাড়ি, ২৭ ডিসেম্বর’২৩ : ভারত বাংলাদেশ আন্তর্জাতিক মিতালী ট্রেনের বাথরুম থেকে উদ্ধার এক বাংলাদেশী। আন্তর্জাতিক মিতালী এক্সপ্রেস ট্রেনে অবৈধভাবে ভারতে প্রবেশের মুখে ধরা পড়লো এক বাংলাদেশী যুবক।

সূত্রের খবর মঙ্গলবার সকালে ট্রেনটি আন্তর্জাতিক বর্ডার ক্রস করার সময় বিএসএফের তল্লাশির সময় বিষয়টি ধরা পড়ে। তাকে উদ্ধার করা হয় মিতালি এক্সপ্রেস ট্রেনের বাথরুম থেকে।

এরপর ধৃত ওই বাংলাদেশিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসা হয় হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে।সূত্রের খবর সে অবৈধভাবে ভারতের প্রবেশের চেষ্টা করছিল। তার নাম জিহাদ শেখ ওরফে জাহিদ।বয়স ২৫ বছর। বাবার নাম রহমান শেখ। বাড়ি ফরিদপুরের ডোমানে।

A Bangladeshi was rescued from the bathroom of India-Bangladesh International Mithali train

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *