সংবাদদাতা, জলপাইগুড়ি, ১১ জানুয়ারি’২৪ : বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন গাড়ির চালক সহ আরও তিনজন। যদিও তারা সুস্থ আছেন বলেই জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১২টা নাগাদ।

জানা গিয়েছে, এদিন জলপাইগুড়ি পুরসভা দপ্তরের উল্টোদিকে থাকা টেলিফোনের খুঁটিতে একটি ছোটগাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে। ঘটনার জেরে গাড়িটি উল্টে যায়। এরপর কোনভাবে চালক সহ যাত্রীরা গাড়ি থেকে বের হয়ে আসেন। ঘটনায় সেই টেলিফোনের খুঁটিটি ভেঙে গিয়েছে। রাতে দুর্ঘটনার শব্দ পেয়ে এলাকায় ভিড় জমে যায়।