মালদা : দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচক থানার শেখপুর এলাকায়। শুক্রবার রাতে পরিবারের সদস্যরা জলসার অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি থেকে বাইরে গেলে ফাঁকা বাড়ির সুযোগে দুষ্কৃতীরা নগদ টাকা ও সোনা-রুপোর অলংকার লুট করে চম্পট দেয়।
শেখপুরা এলাকার বাসিন্দা ইলমা খাতুন, যিনি পেশায় কাপড়ের ব্যবসায়ী, তাঁর বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জলসার অনুষ্ঠানে গিয়েছিলেন। রাতে ফিরে এসে দেখেন, বাড়ির দরজা ভেঙে সমস্ত কিছু তছনছ করে চোরেরা লুট চালিয়েছে।
চুরি যাওয়া সম্পত্তির মধ্যে রয়েছে ব্যবসার জন্য রাখা প্রায় দেড় লক্ষ টাকা নগদ এবং সোনা-রুপোর অলংকার। চুরির পর থেকেই এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
পরিবারের অনুমান, এলাকাজুড়ে চলা মাদক বিক্রির সঙ্গে যুক্ত নেশাগ্রস্ত ব্যক্তিরাই এই চুরির ঘটনায় জড়িত। এলাকাবাসীও মনে করছেন, ড্রাগসের নেশায় আসক্তরা এই চুরি সংঘটিত করেছে।
ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ তদন্ত শুরু করেছে। সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
এদিকে, এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এই চুরির ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করার আশ্বাস দিয়েছে।