সংবাদদাতা, মালদা, ২৬ ডিসেম্বর’২৩ : চাঁচলের পর এবার হরিশ্চন্দ্রপুরে গতির বলি এক। আজ সাত সকালে বাড়ির সামনে ১৬ চাকা লরিতে পৃষ্ট হয়ে গেল এক চার বছরের শিশু কন্যা। রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে তুলসীহাটা-কুশিদা রাজ্য সড়কে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের মারাডাঙ্গী গ্রামে। মৃত ওই শিশুর নাম মরিয়ম নেশা(৪)। সকালে এই মর্মান্তিক দুর্ঘটনার পরেই গ্রামবাসীরা ক্ষুদ্ধ হয়ে রাস্তা ব্যারিকেড দিয়ে অবরোধ করে।পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ছুটে আসলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা।

ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। এই রাজ্য সড়কে ঝাড়খণ্ড ও বিহার থেকে আসা লরির বেপরোয়া গতিকে দায়ী করছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ন’টার সময় মারাডাঙ্গি গ্রামে রাজ্য সড়কের ধারে বাড়ির সামনেই দাঁড়িয়েছিল মরিয়ম নেশা। এমন সময় কুশিদার দিক থেকে একটি লরি বেপরোয়া গতিতে এসে রাস্তার ভুল দিকে চলে যায়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মরিয়মকে ধাক্কা মেরে পিসে দেয় ওই ঘাতক লরি। ঘটনার পরেই পলাতক ওই লরির চালক।এরপরই স্থানীয় বাসিন্দারা ওই লরিটিকে আটকে রাস্তায় ব্যারিকেড দিয়ে অবরোধ শুরু করেন।ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী।

পুলিশ পৌঁছলে তাদেরকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। এদিকে মর্মান্তিক ঘটনায় বাড়ির ছোট সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন দিনমজুর বাবা-মা। বাবা শাহেনশাহ আলী জানান বেপরোয়া লরির দাপটে আজকে আমি মেয়েকে হারালাম।পুলিশ প্রশাসন এই রাস্তার উপর লরির দাপট নিয়ন্ত্রণে না আনলে আরো কত প্রাণ অকালে চলে যাবে। পুলিশ সূত্রে জানা গেছে ওই ঘাতক লরিটি ঝাড়খণ্ডের। লরিটিকে আটক করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।