জলপাইগুড়ি, ১৬ মে: বৈকুণ্ঠপুর বন বিভাগের অধীন বোদাগঞ্জ জঙ্গল সংলগ্ন টাকিমারির চরজুড়ে ফের হাতির তাণ্ডবের আশঙ্কা, আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সকালে জঙ্গল থেকে বেরিয়ে একটি হাতির দল ফসলের জমি পেরিয়ে পাশের জঙ্গলের দিকে যেতে দেখা যায়। সেই দৃশ্য ধরা পড়েছে স্থানীয়দের মোবাইল ক্যামেরাতেও।

এই এলাকাতেই দু’দিন আগেই হাতির হামলায় এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছিল, যা নতুন করে আতঙ্ক বাড়িয়েছে। বৈকুণ্ঠপুর বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে প্রায় ২৫টি হাতি তিস্তার চর এলাকায় অবস্থান করছে।

ডিএফও এম রাজা জানান, “হাতির দল যাতে লোকালয়ে প্রবেশ না করে, তার জন্য বন দপ্তরের তিনটি টিম ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। আমিও এলাকায় রয়েছি। আপাতত কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নেই।”

এদিকে এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের জঙ্গলপথে না যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।
রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন,
“প্রশাসন ও বন দপ্তরের সঙ্গে আলোচনার মাধ্যমে হাতিদের পুনরায় জঙ্গলে ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে। আমরা চাই এলাকার মানুষ যেন নিরাপদে থাকেন এবং হাতিরাও নিজেদের স্বাভাবিক আবাসস্থলে ফিরে যেতে পারে।”

প্রতিবছর এই সময় হাতির দল এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যায়। সেই চলাচলের পথেই পড়ে টাকিমারির এই অঞ্চল। ফলে সংঘাত এড়াতে বন দপ্তরের সতর্কতা ও এলাকাবাসীর সচেতনতাই এখন মূল ভরসা।