ধূপগুড়ি : বড় সাফল্য ধূপগুড়ি থানার পুলিশের। অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ মদ। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে। ঘটনায় একটি ট্রাক বাজেয়াপ্ত করেছে পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শনিবার গভীর রাতে অভিযান চালায় ধূপগুড়ি থানার পুলিশ। এদিন পুলিশের কাছে খবর ছিল একটি লরিতে বিপুল পরিমাণ মদ পাচারের তথ্য। এই খবরের ভিত্তিতে অভিযানে নামে ধূপগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। এদিন ধূপগুড়ি ব্লকের দেওমালি এলাকাতে একটি লরি আটক করা হয়। তল্লাশি চালাতেই চক্ষু চড়ক গাছ পুলিশের। লরিতে প্রসাধনী জিনিসের আড়ালে লুকিয়ে রাখা হয়েছিল মদের বাক্স। ৩,৯৬০ টি বোতল মদ বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর। লরির চালককে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি আসামে বলে জানা গেছে। ধৃতকে সোমবার আদালতে তোলা হবে। ঘটনার তদন্ত করে দেখছে ধুপগুড়ি থানার পুলিশ।
