সংবাদদাতা, জলপাইগুড়ি : শীততাপ নিয়ন্ত্রণ করার যন্ত্র সার্ভিসিং করার পাশাপাশি চুরি করতো এক দুষ্কৃতী। একে একে ছ’য়টি শীততাপ নিয়ন্ত্রণ করার বাইরে বসানোর যন্ত্র চুরির অভিযোগ উঠে ওই দুষ্কৃতীর বিরুদ্ধে। টোটোয় করে শীততাপ নিয়ন্ত্রণের যন্ত্র তুলে নিয়ে যায় দুষ্কৃতী। শহরের এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরি করে পুলিশের জালে ধরা পরল ওই দুষ্কৃতী। ধৃতের নাম সঞ্জু কীর্তনিয়া, ভাটা খানা এলাকার বাসিন্দা। কোতোয়ালি থানার পুলিশ জানায়, ধৃতকে জেলা আদালতে তোলা হয়েছে।
শীততাপ নিয়ন্ত্রণের যন্ত্র সারাইয়ের দোকানে কাজে যুক্ত ছিল সঞ্জু। সেই সূত্রে একাধিক বাড়ি, অফিস ও ব্যাঙ্কে যাতায়াত করত সে বলে দাবি। কয়েকমাস আগে চুরির অভিযোগ পেয়ে ওই দোকান থেকে সঞ্জুকে বের করে দিয়েছিলেন দোকানের কর্তৃপক্ষ। এরপর থেকে নিজেই শীততাপ নিয়ন্ত্রণের যন্ত্র সার্ভিসিং করতে বিভিন্ন জায়গায় যাতায়াত করত। সুযোগ বুঝেই ঘরের বাইরে বসানো শীততাপ নিয়ন্ত্রণের যন্ত্র মুহূর্তের মধ্যে খুলে চুরি করে পালিয়ে যেত বলে অভিযোগ। শহরের চার’টি বাড়ি থেকে চুরির অভিযোগ উঠে। তদন্তে নামে কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশ৷ অভিযুক্তকে চিহ্নিত করতে পাচ্ছিলেন না তদন্তকারী পুলিশ অফিসাররা। এরই মধ্যে ২৫ অক্টোবর শহরে এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে দু’টি শীততাপ নিয়ন্ত্রণের যন্ত্র চুরির অভিযোগ উঠে দিনের বেলায়। তদন্তে নেমে সিসি ক্যামেরার ছবি দেখে হতবাক পুলিশ। ব্যাঙ্কের শীততাপ নিয়ন্ত্রণের যন্ত্র টোটোয় তুলে চুরি করে পালিয়ে যায় ওই দুষ্কৃতী। এরপরেই মূল অভিযুক্ত সঞ্জুকে গ্রেফতার করল পুলিশ। জেরা করে ব্যাঙ্ক থেকে চুরি হওয়া দু’টি শীততাপ নিয়ন্ত্রণের যন্ত্র উদ্ধার হয়।