সংবাদদাতা, জলপাইগুড়ি, ১১ জানুয়ারি’২৪ : নতুন প্রজন্ম এগিয়ে আসছে মৃৎশিল্পীর কাজে, আর তাতেই খুশি জলপাইগুড়ি শহরের প্রবীণ মৃৎশিল্পীরা। ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ বিদ্যার দেবী সরস্বতী পুজো। আর তাই এখন থেকেই তোড়জোড় শুরু হয়েছে পাল পাড়াতে। যদিও এ বছর বেশ কয়েকটি জায়গার যুবকরা মৃৎশিল্পীদের কাজে এগিয়ে এসেছে।

এই পেশার কাজে এসে খুশি প্রকাশ করেছেন অনেকেই। কারণ বর্তমান প্রজন্ম মৃৎশিল্পীর কাজে খুব একটা এগিয়ে আসে না। তবুও এখন শহরের কয়েকটি জায়গায় যুবকরা এই কাজে এগিয়ে এসেছে। যদিও তারা শহরের বাইরে থেকে এই কাজ করতে এসেছেন।

তাদের এই কাজ করতে অনেকটাই ভালো লাগছে বলে তারা বলেন। কারণ যে কোন একটা পেশা তাদের বাঁচতে হয়। আর তাই এই পেশাটাকেই তারা বেছে নিয়েছে। আর এতেই খুশি প্রকাশ করেছেন প্রবীণ মৃৎশিল্পীরা।