সংবাদদাতা, জলপাইগুড়ি : নেতাজী সুভাষ চন্দ্র বসুর জলপাইগুড়িতে আসার একটি দুর্মূল্য ছবির সন্ধান মিলেছে জলপাইগুড়িতে। দুর্লভ সেই নেতাজীর ছবি সংগ্রহ করে নেতাজী সুভাষ ফাউন্ডেশনের হাতে তুলে দিলেন বিশিষ্ট প্রাক্তন খেলোয়াড় সন্তু চ্যাটার্জী।১৯৩৯ সালে এস.পি. রায়ের বাড়িতে এসেছিলেন নেতাজী।

সেই ছবিটি সংগ্রহ করেন সন্তু বাবু। তিনি নিজের কাছে সেই ছবি না রেখে নেতাজী সুভাষচন্দ্র ফাউন্ডেশনে যেহেতূ অনেক ধরনের নেতাজীর দুর্মূল্য ছবি রয়েছে। তাই নেতাজী সুভাষ ফাউন্ডেশনেই নেতাজীর দুর্মূল্য ছবিটি দিয়েছেন তিনি।

এই ধরনের একটি ছবি পেয়ে খুশি প্রকাশ করেছেন নেতাজী সুভাষ ফাউন্ডেশনের সম্পাদক গোবিন্দ রায়। আনুষ্ঠানিকভাবে সেই ছবিটি গোবিন্দ বাবুর হাতে তুলে দেন সন্তু বাবু।