বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে জখম ছয় বছরের এক শিশু

রাহুল মন্ডল : এবার মালদা শহরে বোমা বিস্ফোরণ। বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে জখম ছয় বছরের এক শিশু। মালদা শহরের ২৩ নম্বর ওয়ার্ডের ডগপুকুর এলাকার ঘটনা। আহত শিশু বান্টি কুমার মাহাতো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

six-year-old child injured in a bomb blast while playing with balls

সংশ্লিষ্ট এলাকায় থাকা একটি চিকিৎসালয়ের বারান্দায় ওই শিশু একা খেলার সময় হঠাৎই বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর স্থানীয়রা তড়িঘড়ি অবস্থায় তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এই ঘটনার পর গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *