রোগীর মূত্রথলি থেকে অপারেশন করে বের করা হলো প্রায় ৫০০ গ্রাম ওজনের পাথর

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২১ সেপ্টেম্বর : বিরল অপারেশন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের চিকিৎসকরা। রোগীর মূত্রথলি থেকে অপারেশন করে বের করা হলো প্রায় ৫০০ গ্রাম ওজনের পাথর।

রোগীর মূত্রথলি থেকে বার করা পাথর

উল্লেখ্য, জলপাইগুড়ি মোহিতনগর এলাকার অনন্ত শিকদার (৩৯) দীর্ঘদিন থেকে প্রস্রাবের সমস্যায় ভুগছিলেন। তিনি যোগাযোগ করেন শল্য চিকিৎসক ডক্টর সঞ্জীব রায়ের সাথে। ডক্টর রায় অনন্ত বাবুর অস্ত্রোপচার করার উদ্যোগ গ্রহণ করেন। মঙ্গলবার প্রায় দু’ঘণ্টার চেষ্টায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে বিরল এই অপারেশন সম্ভব হয়।

জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল

এ বিষয়ে ডক্টর সঞ্জীব রায় আজ বলেন, আমার ডাক্তারি জীবনে এই প্রথম মূত্রথলিতে এত বড় পাথরের সফল অপারেশন করা হলো। রোগী খুবই দরিদ্র। অন্যান্য জায়গায়ও চিকিৎসা করাতে গিয়েছিলেন তিনি, কিন্তু সেখানে ডাক্তার বাবুরা ভিন্ন জায়গায় অপারেশন করার পরামর্শ দিয়েছিলেন।

রোগীর মূত্রথলি থেকে অপারেশন করে বের করা হলো প্রায় ৫০০ গ্রাম ওজনের পাথর
ডক্টর সঞ্জীব রায়

জলপাইগুড়ি মেডিকেল কলেজে গতকাল সফল এই অপারেশন সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।

Image Credit Pixabay

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *