গরু চড়াতে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু হল এক মহিলার (ভিডিও সহ)

জলপাইগুড়ি : গরু চড়াতে গিয়ে আর বাড়ি ফেরা হল না মহিলার! হাতির আক্রমণে মৃত্যুর মুখে ঢলে পড়ল জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দা। ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে। জানা গেছে, এদিন গরু চরাতে বাইরে যেতেই ঘটে বিপত্তি। ২৪ বছর বয়সী বিউটি রায় নামের ওই মহিলা গরু নিয়ে চড়াতে যাওয়ার সময় আচমকাই পেছনে দিক দিয়ে আঘাত হাতে পূর্ণবয়স্ক একটি জংলি হাতি। কিছু বুঝে ওঠার আগেই হাতির চাপে ঘটনাস্থলে মৃত্যু হয় বিউটির। ঘটনাটি ঘটে জলপাইগুড়ির বৈকন্ঠপুর বনবিভাগের অন্তর্গত নৌধাবাড়ী এলাকায়।

একেই বন্য প্রাণীদের অহরহ আক্রমণে আতঙ্কেই দিন কাটাতে হয় জঙ্গল লাগোয়া বাসিন্দাদের। যখন তখন লোকালয়ে চিতাবাঘ, হাতির মতো বন্য প্রাণীর আনাগোনা লেগেই থাকে। বাসস্থানের ক্ষয়ক্ষতি থেকে শুরু করে ফসলের ক্ষেতের ক্ষয়ক্ষতি, এমনকি মৃত্যু ভয় নিয়ে দিন কাটাতে হয় এলাকাবাসীদের। বনদফতরের কাছে বারংবার আবেদন জানানোর পরেও এবং বনদফতরের নজরদারির পরেও বন্য প্রাণীর আক্রমণ থেকে রেহাই পাচ্ছে না এলাকার মানুষেরা। ক’দিন পরপরই বন্যপ্রাণীর হানায় প্রাণহানির খবর উঠে আসে সংবাদের শিরোনামে।

A woman died after being attacked by an elephant while riding a cow

এদিনের হঠাৎ ঘটা এই অপ্রীতিকর ঘটনায় বনকর্মীদের সঙ্গে গ্রামবাসীদের বাকবিতন্ডা শুরু হয়। খানিকক্ষনের জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভ শুরু হয় এলাকা জুড়ে। এলাকাবাসীদের অভিযোগ বনদফতরের কাছে বারংবার অভিযোগ জানানোর পরেও হাতির আক্রমণে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে এলাকায়। তা সত্ত্বেও এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার কোনও সুরাহা করছে না বনদফতর। বনকর্মী এবং পুলিশের সঙ্গে বিতর্ক এবং বিক্ষোভের পর পরিবেশে খানিক শান্ত হওয়ার পর মৃতদেহকে জলপাইগুড়ির বৈকন্ঠপুর বনবিভাগের অফিসে নেওয়া আসা হয়। এরপর ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় মৃতদেহকে। ঘটনায় আতঙ্ক এবং ভয়ের পরিবেশ এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *