শিলিগুড়ি, মাটিগাড়া : সেনা ক্যাম্পে সন্দেহজনকভাবে ঢোকার চেষ্টা করায় এক আফগান নাগরিককে আটক করে সেনাবাহিনী। পরে তাকে তুলে দেওয়া হয় মাটিগাড়া থানার পুলিশের হাতে। ধৃতের নাম আসিয়া খান। বয়স আনুমানিক ৪৫। যদিও তদন্তে এখনও পর্যন্ত সন্ত্রাস বা গোপনচরবৃত্তির কোনও প্রমাণ মেলেনি, তবুও তার গতিবিধির উপর কড়া নজরদারির সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

সেনা সূত্রের খবর, মাটিগাড়ার ৩৩ ক্রপসের সেনা ছাউনির কাছাকাছি এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায় আসিয়া খানকে। বারংবার সেনা ক্যাম্পে প্রবেশের চেষ্টা করায় তাকে প্রথমে সেনারাই আটক করে। জিজ্ঞাসাবাদে ধৃত জানায়, সে মাটিগাড়া মেডিক্যাল মোড় এলাকায় ভাড়া বাড়িতে থাকত এবং সুদের ব্যবসার সঙ্গে যুক্ত। সেনা ক্যাম্পের ভিতরে তার এক ‘ঋণগ্রহীতার’ খোঁজেই নাকি ঢোকার চেষ্টা করছিল।
তবে আসিয়ার এই বক্তব্যে পুরোপুরি আস্থা রাখতে নারাজ সেনা ও পুলিশ। কারণ, এক বিদেশি নাগরিকের সেনা ঘাঁটির আশেপাশে ঘোরাঘুরি কোনওভাবেই স্বাভাবিক নয়— বিশেষ করে যখন তার স্থায়ী ঠিকানা আফগানিস্তানে এবং সে অসমের চিরাং জেলা থেকে শিলিগুড়িতে এসে উঠেছে।
মাটিগাড়া থানার পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে সন্দেহজনক কিছু না পেলেও, আসিয়ার অতীত, যোগাযোগ এবং উদ্দেশ্য সব কিছুই খতিয়ে দেখা হবে। আজ তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হচ্ছে, এবং তদন্তে যদি কোনও অসঙ্গতি ধরা পড়ে, তবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ সেনা ও প্রশাসন, তাই প্রতিটি তথ্য যাচাই করেই এগোতে চাইছে পুলিশ।