শিলিগুড়ি : দীর্ঘদিন ধরে বহু ডাক্তারকে দেখানোর পরেও চিকিৎসার কোন সঠিক ফল পাওয়া যাচ্ছিল না। হোমিওপ্যাথি আবার কখনো আয়ুর্বেদিক চিকিৎসা চলছিল তাতেও সমস্যার সুরাহা হয়নি শিলিগুড়ি মহকুমার দুধিয়া অঞ্চলের ৫৫ বছরের এক বাসিন্দার।

এরপর পরিবারের পক্ষ থেকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ডক্টর সুমিত চক্রবর্তীর অধীনে ভর্তি করে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় রোগীর পেটে আনুমানিক ৮ কেজি ওজনের টিউমার রয়েছে। পরবর্তীতে ডক্টর সুমিত চক্রবর্তীর নেতৃত্বে চার ঘন্টা অপারেশনের পর রোগীর পেট থেকে টিউমারটি বের করা হয়। বর্তমানে রোগী সুস্থ আছেন বলে জানান পরিবারের সদস্যরা।
পরিবারের পক্ষ থেকে জানানো হয় বহু ডাক্তারকে দেখানোর পরেও সমস্যার সমাধন না হওয়ায় আমরা ডাক্তার সুমিত চক্রবর্তীর কাছে নিয়ে আসি রুগীকে।