সংবাদদাতা, জলপাইগুড়ি, ৪ ডিসেম্বর’২৩ : দীর্ঘ কয়েক মাস পর বোর্ড মিটিং অনুষ্ঠিত হল জলপাইগুড়ি পুরসভায়। সোমবারের এই বৈঠকে পুরমাতা পাপিয়া পাল, উপপুরপিতা সৈকত চ্যাটার্জী সহ সমস্ত কাউন্সিলররা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। দীর্ঘদিন বোর্ড মিটিং না হওয়ার জন্য বিরোধীরা সুর চড়াচ্ছিলেন। তাদের অভিযোগ ছিল, বোর্ড মিটিং না হওয়ার জন্য বন্ধ জলপাইগুড়ি পুর এলাকার পরিষেবা সংক্রান্ত যাবতীয় আলাপ আলোচনা। যারজন্য ব্যাহত হচ্ছে পানীয় জল সরবরাহ সহ রাস্তা সংস্কার, নিকাশি ও ময়লা নিষ্কাশনের মতো বিভিন্ন বিষয়। আর এতে শহরের ২৫টি ওয়ার্ডের পুর পরিষেবা সঙ্কটের মুখে এসে দাঁড়িয়েছে।

তবে অবশেষে আজ সোমবার বোর্ড মিটিং হল পুরসভায়। পুরমাতা পাপিয়া পাল আজকের মিটিং সম্পর্কে জানান, দলীয় কর্মসূচি সহ পঞ্চায়েত ও ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন অনেকেই। যারজন্য কিছুদিন যাবত প্রয়োজনীয় কয়েকটি বৈঠক করা হয়নি। তারজন্য পুর পরিষেবা কিন্তু ব্যাহত হয়নি। তবে আজ বোর্ড মিটিং এ সমস্ত কাউন্সিলরের উপস্থিতিতে সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সব ওয়ার্ডের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার পাশাপাশি বাজার, পার্ক নিয়েও আলোচনা হয়েছে। পুরসভা সুষ্ঠু পুর পরিষেবা দিতে বদ্ধপরিকর।

পুরমাতা কি কি বললেন শুনে নিন নিচের ভিডিও থেকে।