ভোটের পরেই জলপাইগুড়িতে ফুটপাত দখলমুক্ত ও টোটো নিয়ন্ত্রণ করতে অভিযান শুরু হবে (ভিডিও সহ)

জলপাইগুড়ি : শহরের লাগাম ছাড়া টোটোর দাপট ও ফুটপাত দখল নিয়ে উদ্বেগ বেড়েছে জলপাইগুড়ি জেলা পুলিশের। টোটোর লাগাম টানতে ও ফুটপাত দখলমুক্ত করতে ময়দানে নামতে চলছে জেলা পুলিশ। বার বার সর্তক করার পরেও যেসকল ব্যবসায়ীরা ফুটপাত দখল করে রয়েছেন তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে দাবি পুলিশের। লোকসভা ভোট প্রক্রিয়া মিটতেই পুরসভা সহ বিভিন্ন দফতরের সঙ্গে আলোচনায় বসবে জেলা পুলিশ। উল্লেখ‍্য টোটো নিয়ন্ত্রণের একাধিক সিদ্ধান্ত গ্রহণ করলেও কার্যকর করতে পারেনি পুরসভা। এর জেরে শহরে টোটোর সংখ্যা প্রতিদিন বাড়ছে। যখন তখন যেখানে সেখান দাঁড়িয়ে পরছে টোটো, হেডলাইড না জ্বালিয়ে যাতায়াত করছে।

এর জেরে শহরে যানজটের সমস্যা নিত্যদিনের সঙ্গী হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে পুলিশকে। সমস্যা সমাধানে করতে ময়দানে নামবে চলেছে পুলিশ। টোটোয় পণ্য তোলায় নিষেধাজ্ঞা রয়েছে তারপরেও পণ্য তোলা হচ্ছে, সব জায়গায় অভিযান চলবে জানালেন জেলা পুলিশ সুপার খান্ডবহালে উমেশ গনপত। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ একাধিক রাস্তার ফুটপাত বলে কিছুই নেই। ফুটপাত দখল করে রীতিমতো চলছে ব্যবসা। এর জেরে রাস্তা সংকীর্ণ হয়েছে, পথচলতিদের যাতায়াতের সমস্যা ও যানজট সমস্যা দেখা দিয়েছে। বার বার সর্তক করার পরেও কাজ হচ্ছে না। এই কারণে ফুটপাত দখল করে রাখা ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জানালেন জেলা পুলিশ সুপার। তিনি বলেন,”ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হলে বৈঠক করা হবে তারপরেই শহরে অভিযান চলবে ফুটপাত দখলমুক্ত করতে ও টোটো নিয়ন্ত্রণ করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *