অযোধ্যায় রামলালার উদ্বোধনের আগে মন্দির পরিসর পরিস্কার বিজেপি কর্মীদের (ভিডিও সহ)

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২০ জানুয়ারি’২৪ : আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম লালার মন্দিরের উদ্বোধন। আর সেই মন্দির উদ্বোধনের আগে দেশের সমস্ত মন্দির পরিসর পরিষ্কার করার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Ahead of the inauguration of Ramlala in Ayodhya temple grounds are cleared by BJP workers

তার আহ্বানে সারা দিয়ে গোটা দেশের সাথে জলপাইগুড়ির বিজেপি নেতা কর্মীরা শহর এবং জেলার সমস্ত মন্দির পরিষ্কার করার কাজ শুরু করেছে।

এরই অঙ্গ হিসাবে শনিবার জলপাইগুড়ি শহরের ২৪ নং ওয়ার্ডের গৌড়ীয় মঠ চত্বর পরিস্কার পরিচ্ছন্ন করেন জলপাইগুড়ি বিজেপি টাউন মন্ডল একের কর্মীরা। টাউন মন্ডল একের সভাপতি মনোজ কুমার শা বলেন, অযোধ্যায় রাম লালার মন্দিরের উদ্বোধনের আগে দেশের সমস্ত মন্দির পরিসর পরিষ্কার করার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই একটা অংশ হিসেবে আজ আমরা গৌড়ীয় মঠ চত্বর পরিস্কার পরিচ্ছন্ন করলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *