কলেজ সংলগ্ন নির্জন রাস্তায় ছাত্রীদের কটুক্তি ও শ্লীলতাহানির মত ঘটনা ঘটছে বলে অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৩ জুন ২০২২ : কলেজ সংলগ্ন নির্জন রাস্তায় কলেজের ছাত্রীদের কটুক্তি ও শ্লীলতাহানির মত ঘটনা ঘটছে বলে অভিযোগ। একাংশ যুবক রাস্তায় দাঁড়িয়ে ছাত্রীদের বিভিন্নভাবে কটুক্তি করছেন। এর প্রতিবাদ জানিয়ে জলপাইগুড়ি মহিলা থানায় এবং কোতয়ালী থানার দারস্থ হলেন শহরের ক্লাব রোডের গালর্স কালচারাল ফোরাম। সেই এলাকায় প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয় রয়েছে। এই কলেজে দুর দুরান্ত থেকে ছাত্রীরা পড়াশোনা করতে আসেন। কলেজের সামনে ক্লাব রোডের রাস্তা ও কলেজের পিছনে নয়াবস্তি সংলগ্ন রাস্তায় দিয়ে ছাত্রীরা যাতায়াত করেন।

অভিযোগ, নির্জন রাস্তায় প্রায় দিন কিছু বখাটে ও নেশাগ্রস্ত যুবক দাঁড়িয়ে থাকছেন বাইক ও সাইকেল নিয়ে। কলেজের ছাত্রীরা সেই রাস্তা দিয়ে কলেজে এলে বিভিন্ন সময়ে কটুক্তি করছেন বলে অভিযোগ। এর জেরে ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সোমবার মহিলা থানায় এবং কোতয়ালী থানার দারস্থ হলেন কালচারাল ফোরামের যুবতিরা৷

ফোরামের আহ্বায়ক ডলি সরকার বলেন, “আমরা এই ধরণের যুবকদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবি জানাই। বেশ কিছুদিন থেকে এই সমস্যা দেখা দিয়েছে। দুই এক জন ছাত্রী অভিযোগ করেছে আমাদের কাছে। তিনি আরও বলেন মেয়েদের নিরাপত্তার জন্য ২৪ ঘন্টা কলেজের হোস্টেলের পেছনের রাস্তা , ক্লাব রোডের রাস্তায় পুলিশ কর্মী মোতায়েন করার পাশাপাশি সিসি ক‍্যামেরা লাগানো, এছাড়াও রাস্তা গুলিতে স্পীড ব্রেকার বসানোর দাবী করেন তারা।


পুলিশ জানায়, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এদিন ঐ এলাকা জুড়ে চলে পুলিশের টহলদারী।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *