বিজেপির দলীয় পতাকায় কনডম ঝুলিয়ে রাখার অভিযোগ ঘিরে চাঞ্চল্য

সংবাদদাতা, জলপাইগুড়ি : পঞ্চায়েত ভোটের প্রচার জোরদার চলছে রাজ্যজুড়ে। এরই মাঝে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের শিকারপুরে বিজেপির (BJP) দলীয় পতাকায় কনডম (Condom) ঝুলিয়ে রাখার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল।

বিজেপির অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে। যদিও অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। জানা গেছে, বৃহস্পতিবার সকালে শিকারপুর চা বাগানের ডিপু লাইন ১৮/৫১ বুথ এলাকায় রাস্তার পাশে বিজেপির পতাকার উপর একটি কনডম ঝোলানো অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

থানায় অভিযোগ দায়ের বিজেপির

সাথে সাথে খবর পৌঁছে যায় ওই বুথের বিজেপি প্রার্থী অলকা কুজুর সহ স্থানীয় বিজেপি নেতৃত্বদের কাছে। ঘটনাস্থলে তারা প্রত‍্যেকে এসে উপস্থিত হন। খবর দেওয়া হয় বেলাকোবা পুলিশ ফাঁড়িতে। পুলিশ এসে কনডম ঝোলানো অবস্থায় পতাকা উদ্ধার করে নিয়ে যায়। এদিনই এই বিষয়ে বেলাকোবা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি প্রার্থী অলকা কুজুর।

অলকা কুজুর, বিজেপি প্রার্থী।

তার দাবি, তৃণমূল এই ঘটনার সাথে জড়িত। অন‍্যদিকে, এই বিষয়েই তৃণমূলকে কটাক্ষ করেছেন বিজেপির কিষাণ মোর্চার জেলা সভাপতি নকুল দাস।

নকুল দাস, বিজেপির কিষাণ মোর্চার জেলা সভাপতি।

কটাক্ষের সুরে বলেন, শিকারপুরে অলকা কুজুর সবচেয়ে কম বয়সী প্রার্থী, তাই তার সাথে এমন নোংরামি রাজনীতি করছেন তৃণমূল।

নারায়ণ বসাক, তৃণমূলের অঞ্চল সভাপতি।

তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি নারায়ণ বসাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *