অতি বর্ষণে বিভিন্ন ফসল অনেকটাই নষ্ট হয়ে গেলেও ভেন্ডি চাষীদের মুখে চওড়া হাসি

বিকাশ সরকার, হলদিবাড়ি, ৩ জুলাই ২০২২ : এবছর বর্ষাকালীন ভেন্ডি চাষ করে বাজারে ভালো দাম পেয়ে আর্থিকভাবে সাবলম্বী হতে চলছেন ভেন্ডি চাষিরা। উল্লেখ জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন এলাকার চাষীদের পাশাপাশি মেখলিগঞ্জ মহাকুমার হলদিবাড়ি ব্লকেরও বিভিন্ন এলাকার চাষীরা মূলত এই বর্ষাকালীন ভেন্ডি চাষ করে থাকেন। উর্বর এবং উঁচু জমিতে এই বর্ষাকালীন ভেন্ডি চাষ করে থাকেন এই সমস্ত এলাকার চাষীরা। এবছর অতি বর্ষণের কারণে চাষীদের উৎপাদিত অন্যান্য ফসল অনেকটাই নষ্ট হয়ে গেলেও ভেন্ডি তেমন ভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। যার কারণে চাষীরা এ বছর ভেন্ডি বিক্রি করে দুটো পয়সার মুখ দেখতে পাচ্ছেন। সেই রকমটাই জানালেন স্থানীয় চাষী জ্যোতিলাল মন্ডল এবং প্রদীপ সরকাররা। তারা বলেন, ভেন্ডি হল দীর্ঘমেয়াদি ফসল। আর এটি একদিন পরপর বাজারে বিক্রি করা যায় এবং দীর্ঘদিন বিক্রি করার ফলে খরচাপাতির হিসাব বাদ দিয়েও অন্যান্য শাক সবজির তুলনায় অনেকটাই আর্থিক উপার্জন করা যায় এবং লাভবান হওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *