সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ১৩ মার্চ’২৪ : বুধবার ভোরবেলা ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছারখার হয়ে গেল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের রসিকগঞ্জের একটি বেসরকারি ধূপের কারখানা। দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেও পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে হিমশিম খায়।

৭ঘন্টা পেরিয়ে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি বলে সূত্রের খবর। তবে কি কারণে এই অগ্নিকাণ্ড তা এখনো নির্দিষ্ট করে বলতে পারছেন না দমকল বিভাগ এবং পুলিশ বিভাগের কর্মীরা। প্রসঙ্গত জেলার অন্যতম বড়ো ধূপের কারখানা ছিল এটি। এই কারখানার উপরে নির্ভর করে জীবন জীবিকা চলত প্রায় হাজার মানুষের। ঘটনাস্থলে পুলিশ ও দমকল এখনো লড়াই চালিয়ে যাচ্ছে।