রাহুল মন্ডল : স্নান সেরে বাড়ি ফেরার পথে বেপরোয়া মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার। সোমবার বিকেলে মালদা জেলার চাঁচল থানার কপিলাহাটের এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম পালো মন্ডল, বয়স ৬২। ময়নাতদন্তের জন্য মঙ্গলবার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।বাইকটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু হয়েছে চাঁচল থানার পুলিশ। স্থানীয়দের বক্তব্য,বিকেলে স্নান সেরে বাড়ি ফিরছিলেন পারো দেবী।স্বরুপগঞ্জের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মোটরবাইক সজোরে পিছন থেকে ধাক্কা মারে।বেপরোয়া গতির জন্যই একটি প্রান চলে গেল বলে অভিযোগ। বাড়ির বয়স্কের আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারে।