জলপাইগুড়ি : জলপাইগুড়ি শহরে গলার হার ছিনতাইয়ের ঘটনায় ফের আরেকজনকে গ্রেপ্তার করল কোতোয়ালি থানার পুলিশ। অভিযুক্ত গণেশ কর্মকার (৩২) কে শিলিগুড়ি সংলগ্ন ভক্তিনগর থানা এলাকার আইটিআই রোডের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি উদ্ধার করা হয় চারটি সোনার বাট।
উল্লেখ্য, গত এপ্রিল মাস থেকে একের পর এক সোনার চেন ছিনতাইয়ের ঘটনায় ক্রমশই চাঞ্চল্য ছড়িয়েছিল শহরজুড়ে। পরপর ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তা নিয়ে জলপাইগুড়ি শহরবাসী প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। প্রশ্ন উঠছিল পুলিশের নজরদারি নিয়েও।

জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ঘটনাগুলির তদন্ত শুরু করে। উল্লেখ্য, গত ২৭ এপ্রিল থেকে পর পর জলপাইগুড়ি শহরের একাধিক জায়গায় সোনার চেন ছিনতাইয়ের অভিযোগ ওঠে। দুষ্কৃতীদের গ্রেপ্তার করার পাশাপাশি উদ্ধার করা হয়েছে সোনা। পুলিশ সুত্রে খবর সোনার হার ছিনতাইয়ের ঘটনায় ২ অভিযুক্তকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে গণেশের নাম জানা যায়। সূত্রের খবর এই গনেশ ছিনতাই হওয়া সোনার চেনগুলো কিনে নিত এবং সেগুলি দ্রুত গলিয়ে সোনার বাট তৈরি করে ফেলত। এদিন যে চারটি সোনার বাট উদ্ধার হয়েছে সেগুলির ওজন যথাক্রমে ৯.২০, ৫.৬০, ৮ এবং ৪.০৪ গ্রাম।