জলপাইগুড়ি জেলা আদালতের একাংশ আইনজীবীর সঙ্গে বচসা মক্কেলের এক পরিজনের

সংবাদদাতা, জলপাইগুড়ি : জলপাইগুড়ি জেলা আদালতের একাংশ আইনজীবীর সঙ্গে বচসা মক্কেলের এক পরিজনের। ঘটনাকে কেন্দ্র করে শনিবার চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি জেলা আদালতের বার আসোসিয়েশনের দোতলায় আইনজীবীদের বসার জায়গায়। অভিযুক্ত মক্কেলের পরিজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Argument with a lawyer of the Jalpaiguri District Court is a family member of the client

শিলিগুড়ি সংলগ্ন বন্ধু নগরের বাসিন্দা আজুল ইসলাম। তাঁর স্ত্রী আজুলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। এরপরেই এদিন আজুলের পরিবার আইনজীবী রূপা বসুর সঙ্গে মক্কেল ও মক্কেলের পরিজনরা কথা বলছিলেন। সেই সময় মক্কেল আজুল ইসলাম আইনজীবীদের অকথ্যভাষায় লাগিগালাজ শুরু করে বলে অভিযোগ । ঘটনাকে কেন্দ্র করে উপস্থিত আইনজীবীদে সঙ্গে শুরু হয় আজুলের বচসা। এক আইনজীবীর জামা ছিড়ে দিয়ে অন্যদের উপরে আক্রমণ চালানোর চেষ্টা করে। পুলিশ এসে অভিযুক্ত আজুলকে আটক করে পুলিশের জিপে নিয়ে যায়।

জয়দীপ ভৌমিক

আইনজীবী জয়দীপ ভৌমিক বলেন,”এক মহিলা আইনজীবীর সঙ্গে খারাপ ব্যবহার করছিল। পুলিশ এসে নিয়ে যায় অভিযুক্তকে।

রূপা বসু

আইনজীবী রূপা বসু বলেন,”আমারই মক্কেল চিৎকার চেঁচামিচি শুরু করে। সকলে থামানোর চেষ্টা করলেও থামেনি। উল্টে জামা ছিড়ে দেয়। পুলিশ এসে নিয়ে যায়।”

আব্দুল হামিদ

এদিকে অভিযুক্ত যুবকের বাবা আব্দুল হামিদ বলেন,”ছেলের মাথাটা খারাপ। আইনজীবীর সঙ্গে খারাপ ব্যবহাত করেছে। থানায় নিয়ে গিয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *