অভিষেকের হাত ধরেই ঘরওয়াপসি অর্জুনের

বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২২ মে ২০২২ : জল্পনার অবসান ঘটিয়ে গেরুয়া ছেড়ে ফের ঘাসফুলে ফিরলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি ফের পুরানো ঘরে ফিরলেন। তৃণমূলে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, জন্মলগ্ন থেকেই তিনি ঘাসফুলে ছিলেন। মাঝে ভূল বোঝাবুঝির জন্য দল ছেড়েছিলাম।

বিজেপিতে গিয়ে সাংসদ হয়েছিলাম। ঘরের ছেলে আবার ঘরেই ফিরে এলাম। বিজেপিকে খোঁচা দিয়ে তিনি বললেন, শুধু ফেসবুকের মাধ্যমে সংগঠন করে রাজনীতি করা যায় না। মানুষের সঙ্গে থাকতে হয়। আগামী ৩০ মে শ্যামনগর অন্নপূর্ণা কটন মিলের মাঠে জনসভা কথা এদিন ঘোষণা করা হয়।

সেই সভায় হাজির থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ অর্জুন সিং, জ্যোতিপ্রিয় মল্লিক, রাজ চক্রবর্তী, নির্মল ঘোষ, পার্থ ভৌমিক-সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

Photo Credit- Trinamool Congress official FB page.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *