বিশ্বজিৎ নাথ : পুলওয়ামা শহীদদের স্মরণে বিজেপির উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় শ্যামনগর ফিডার রোডের খ্রিষ্টান হাসপাতাল মোড়ে এক শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাজির হয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বাংলা থেকে জেহাদি শক্তি নাশের আহ্বান জানান।

তিনি বলেন, “পুলওয়ামার ঘটনার ১২ দিন পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে বদলা নিয়েছিলেন। বহু আতঙ্কবাদী সেদিন নির্মূল হয়েছিল। তাই বাংলার জেহাদি শক্তি ধ্বংস করতে নতুন প্রজন্মকে সতর্ক থাকতে হবে।”
২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ের ওপর ভয়াবহ জঙ্গি হামলায় ৪০ জন জওয়ান শহীদ হয়েছিলেন। সেই দিনটিকে স্মরণ করে প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি ‘ব্ল্যাক ডে’ হিসেবে পালন করা হয়।

শহীদ স্মরণ সভায় উপস্থিত ছিলেন হালিশহরের প্রাক্তন উপ-পুরপ্রধান রাজা দত্ত, বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে, জগদ্দল মন্ডল-২ সাধারণ সম্পাদিকা দোলা শীল, ভাটপাড়ার ২৭ নম্বর ওয়ার্ড শক্তি কেন্দ্রের টিঙ্কু মজুমদার, সঞ্জয় সিং, সন্তোষ রায়, বিপ্লব ঘোষ, টুম্পা বিশ্বাস এবং অনন্ত বেরা সহ অন্যান্য বিশিষ্টরা।
শহীদদের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন ও পুষ্পার্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অর্জুন সিং-এর বার্তা, শহীদদের আত্মত্যাগ কখনও ভোলার নয় এবং বাংলাকে জেহাদি শক্তির হাত থেকে রক্ষা করতে হলে সমাজের সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।