তৃণমূল সরকারকে ধর্ষনের সরকার বলে কটাক্ষ করলেন অর্জুন সিং

বিশ্বজিৎ নাথ : বাংলায় একের পর এক ধর্ষনের ঘটনা ঘটছে। শুধু ধর্ষণ নয়, ধর্ষণ করে খুনও করা হচ্ছে। রাজ্যের এহেন পরিস্থিতি নিয়ে তৃণমূল সরকারকে নিশানা করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তাঁর কটাক্ষ, তৃণমূল সরকার ধর্ষণের সরকার। এই সরকার ধর্ষকদের বাঁচানোর চেষ্টা করছে। ধর্ষকদের বাঁচাতে এই সরকার কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে।

রবিবার সন্ধেয় জগদ্দলের আতপুর বাজারে দুর্গাপুজো উপলক্ষে শাড়ি বিতরণ অনুষ্ঠানে তিনি হাজির ছিলেন। তাঁর দাবি, অসুর শক্তি বাংলাকে ক্রমশঃ ধংস করছে। সেই অসুর শক্তি বিনাশে মায়ের কাছে প্রার্থনা, বাংলার মায়েদের শক্তি দাও। যাতে বাংলার মায়েরা অসুর শক্তি বিনাশ করতে পারে। বাংলার মা-বোনদের উদ্দেশ্যে তিনি বলেন, আর ভূল করবেন না। লক্ষ্মীর ভান্ডারের নামে হাজার টাকা দিয়ে ঘরের মা-বোনেরা ধর্ষিতা হচ্ছেন। আর তৃণমূল সরকার ধর্ষকদের বাঁচানোর চেষ্টা করছে। এদিন শাড়ি বিতরণ উৎসবে হাজির ছিলেন বিজেপি নেতা তথা সমাজসেবী প্রিয়াঙ্গু পান্ডে, শ্যামল তলাপাত্র, যুব নেতা বিপ্লব ঘোষ, শিক্ষক নেতা সুপ্রিয় বিশ্বাস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *