জগদ্দলে রিটার্ন গিফট খুব তাড়াতাড়ি পাওয়া যায় বৃদ্ধকে মারধোরের ঘটনায় প্রতিক্রিয়া অর্জুন সিংয়ের

বিশ্বজিৎ নাথ : ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন কুমার সিং-কে ছট পুজোর দিন গঙ্গার ঘাটে হাত দেখানোর জন্য আক্রান্ত বাবা ও ছেলে। বৃহস্পতিবার সন্ধেতে ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার ১৮ নম্বর ওয়ার্ডের ১৮ নম্বর গলিতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছট পুজোর দিন বিজেপি বিধায়ক যখন গঙ্গায় যাচ্ছিলেন। তখন স্থানীয় যুবক মুকেশ রায় তাঁকে দেখে হাত নাড়ায়। অভিযোগ, বিধায়ককে দেখে হাত নাড়ানোয় এদিন সন্ধেয় তৃণমূলীরা মুকেশ রাইকে মারধোর করে। ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন বৃদ্ধ বাবা রাজবল্লভ রাই। যদিও প্রাণের ভয়ে তাঁরা মুখ খুলতে নারাজ।

Arjun Singh reacts to Jagaddale return gift soon after beating up old man

শুক্রবার বেলায় ঘটনাস্থলে গিয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সেখানে দাঁড়িয়ে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, নমিত সিং-কে পুলিশ গুন্ডা বানাতে চাইছে। যদিও জগদ্দলে ‘রিটার্ন গিফট’ খুব তাড়াতাড়ি পাওয়া যায়। তাঁর অভিযোগ, একজন বৃদ্ধ দুগ্ধ ব্যবসায়ীকে মারধোর করা হয়েছে। ওখানে গুলিও চালানো হয়েছে। পুলিশ এসে আক্রান্তদের ধমকে চমকে অভিযুক্তদের নাম বলতে বারন করছে। তাঁর দাবি, বাংলায় পুলিশ আর গুন্ডারাজ চলছে। মমতা ব্যানার্জি এঁদেরকে প্রশ্রয় দিচ্ছেন।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *