৫ সেকেন্ডে হারমোনিয়ামের ৩৭ টি “কি” বাজিয়ে রেকর্ড বুকে নাম তুললেন জলপাইগুড়ির শিল্পী

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২২ আগস্ট : হারমোনিয়ামে ৫০০ বিট প্রতি মিনিটে অর্থাৎ পাঁচ সেকেন্ডে ৩৭টি কী বাজিয়ে international book of records এ নাম তুললেন জলপাইগুড়ি রাজবাড়ি পাড়ার বাসিন্দা সঙ্গীত শিল্পী ধ্রুবজ্যোতি ঘোষাল। গত ১১ জুলাই ২০২২ এ তিনি এই সাফল্য অর্জন করেন। ছোটবেলা থেকেই গান বাজনার প্রতি ঝোঁক ধ্রুবজ্যোতির। পাশাপাশি হারমোনিয়ামেও সে সমান পারদর্শী। খুব কম সময়ে হারমোনিয়ামের ৩৭ টি “কি” বাজিয়ে এই রেকর্ড অর্জন করেছেন তিনি। তার এই সাফল্যে পরিবারসহ খুশি সকলেই। ধ্রুবজ্যোতি জানান, ছোটবেলা থেকেই গান-বাজনার প্রতি আগ্রহ ছিল। এখনো করে যাচ্ছি। পাশাপাশি অন্যদের গানও শেখান। ভবিষ্যতে গান-বাজনা নিয়েই থাকার ইচ্ছে প্রকাশ করেন ধ্রুবজ্যোতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *