জলপাইগুড়ি : জলপাইগুড়ি ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্সের উদ্যোগে ফণীন্দ্রদেব বিদ্যালয়ে আয়োজিত হল বিশেষ সচেতনতা শিবির। আপৎকালীন পরিস্থিতিতে কীভাবে দ্রুত এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করা যায়, তা হাতেকলমে শেখানোর উদ্দেশ্যেই এই শিবিরের আয়োজন করা হয়।
শিবিরে কী কী শেখানো হয়? শিবিরের প্রথম পর্বে প্রাথমিক চিকিৎসা (ফাস্ট এইড) বিষয়ে বিশদ আলোচনা করেন সিভিল ডিফেন্সের অভিজ্ঞ সদস্যরা। এছাড়াও আপৎকালীন পরিস্থিতিতে উদ্ধার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামের প্রদর্শনী করা হয় বিদ্যালয় প্রাঙ্গণে।

মহড়া এবং সরঞ্জামের প্রদর্শনী : ছাত্রদের সামনে উদ্ধার কার্য চালানোর বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। সিভিল ডিফেন্সের সদস্যরা মহড়ার মাধ্যমে দেখান, ভূমিকম্প, অগ্নিকাণ্ড বা অন্য কোনো আপৎকালীন পরিস্থিতিতে কীভাবে দ্রুত এবং কার্যকরী পদক্ষেপ নিতে হবে।
শিক্ষার্থীদের প্রতিক্রিয়া : এই শিবিরের মাধ্যমে পড়ুয়ারা বাস্তব পরিস্থিতির জন্য মানসিক ও ব্যবহারিক প্রস্তুতির শিক্ষা লাভ করেছে। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, এমন সচেতনতা শিবির তাদের জন্য অত্যন্ত উপকারী।

উদ্যোগের উদ্দেশ্য : জলপাইগুড়ি ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এমন শিবির আরও স্কুলে আয়োজন করা হবে, যাতে আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি সমাজের প্রতিটি স্তরে পৌঁছে যায়।