গরমের হাত থেকে রেহাই পেতে বাড়ির ফ্রিজের নিচে আশ্রয় সাপ বাবাজীর

সংবাদদাতা, জলপাইগুড়ি : ঘরের ফ্রিজের নিচ থেকে উদ্ধার বিশাল আকৃতির সাপ। জলপাইগুড়ি সহ গোটা রাজ্যে বেশ কয়েকদিন ধরেই চলছে অসহনীয় গরম। অত্যাধিক এই গরমে কাহিল জীবজগত।

জ্বালাপোড়া এই গরম থেকে রেহাই পেতে একটু শীতলতার খোঁজে জলপাইগুড়ি শহর সংলগ্ন ইন্দিরা গান্ধী কলোনী এলাকার একটি বাড়ির ফ্রিজের তলায় আশ্রয় নেয় একটি বিশাল আকৃতির রেট স্নেক। ঘরের ভেতরে অত বড়ো একটি সাপ ঢুকে পড়ায় বাড়ির সকলেই আতঙ্কিত হয়ে পড়ে। বাড়ির মালিক কার্যিক নাথ সাপটিকে উদ্ধারের জন্য খবর দেন পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফ্রিজের নীচ থেকে সাপটিকে উদ্ধার করেন বিশ্বজিৎ বাবু।

তিনি বলেন, প্রথম অবস্থায় সাপটিকে উদ্ধার করা যায় নি। তারপর খোজাখুজি করে ফ্রীজের নিচ থেকে সাপটি উদ্ধার করা হয়। তিনি বলেন, এটা বিষহীন প্রায় ৭ফিটের একটি রেট স্নেক সাপ। তাপদাহ থেকে এবং গরমের হাত থেকে রেহাই পেতে বাড়ির ফ্রিজের নিচে আশ্রয় নিয়েছিল সাপটি। সাপটিকে সুস্থভাবে উদ্ধার করে পাশ্ববর্তী নিরাপদ এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে। এই ধরনের দাবদাহ রুখতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সকলকেই বেশী বেশী গাছ লাগানোর বার্তা দেওয়ার পাশাপাশি জলাশয় ভরাট না করার বার্তা দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *