সংবাদদাতা : আজ ওদলাবাড়ি অঞ্চল জাতীয় কংগ্রেস কমিটির পক্ষ থেকে ভারত জোড়ো যাত্রা অনুষ্ঠিত হয় ওদলাবাড়ি চা বাগান মোড় থেকে হিন্দি হাই স্কুল পর্যন্ত। যাত্রার শুরুতে বীরসা মুন্ডার মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে যাত্রা আরম্ভ হয়।

আজকের এই যাত্রায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সহ সভাপতি নির্মল ঘোষ দস্তিদার, প্রবীন কংগ্রেস নেতা সাধন বোস, ওদলাবাড়ি অঞ্চল কংগ্রেসের নেতা রাজা দাস, প্রদেশ যুব কংগ্রেসের প্রাক্তন সম্পাদক গণেশ ঘোষ, কংগ্রেস নেতা সুখবীর সুব্বা, জেলা যুব কংগ্রেসের সম্পাদক স্বপন দাস সহ অন্যান্যরা।