ডাম্পারের সাথে বাইকের সংঘর্ষ; মৃত ১; জখম ২

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২ ফেব্রুয়ারি’২৪ :
মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর, গুরুতর জখম ২জন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত ৯ টা নাগাদ বানারহাট থানার অন্তর্গত তেলিপাড়ার কালুয়া সেতু সংলগ্ন এলাকায়।স্থানীয় সূত্রে খবর, একটি ডাম্পারের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে এক বাইক আরোহীর মৃত্যু ঘটে। মৃত যুবকের নাম ঋজু রায় (২৫)। ঘটনায় অঙ্গদ সরকার সহ আরো একজন যুবক আহত হয়। এরা প্রত্যেকেই ধূপগুড়ির বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন একটি বাইকে তিন জন যুবক বীরপাড়ার দিক থেকে ধূপগুড়ির দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ডাম্পারের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় ঘটনাস্থলেই ঋজু রায়ের মৃত্যু হয়।

Bike collision with dumper;  Dead 1;  Injury 2

ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। দুমড়ে মোচড়ে যায় বাইকটিও। বাকি দুই জখম ব্যক্তি অঙ্গদ সরকার এবং অন্য যুবককে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে উদ্ধার করে বীরপাড়া রাজ্য সাধারন হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে অঙ্গদ সরকারের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনাস্থলে মোতায়েত রয়েছে বানারহাট থানার পুলিশ। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইক ও ডাম্পারটিকে আটক করে ঘটনাটি খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *