বোয়ালমারী নন্দনপুর অঞ্চলে বোর্ড গঠন করলো বিজেপি

বিকাশ সরকার, হলদিবাড়ি, ৯ আগস্ট’২৩ : ১৭ টি আসনের মধ্যে ১১টি আসনে জয়লাভ করে পঞ্চায়েত বোর্ড গঠন করলো ভারতীয় জনতা পার্টি। উল্লেখ্য ১৭ টি আসন বিশিষ্ট বোয়ালমারী নন্দনপুর অঞ্চল। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ১১টি’তে জয়লাভ করে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা। পাঁচটি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা ও একটি আসনে জয়লাভ করে নির্দল প্রার্থী। আজ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পঞ্চায়েত বোর্ড গঠন করলো ভারতীয় জনতা পার্টি। প্রধানের দায়িত্বভার পেয়েছেন সুফল সরকার এবং উপপ্রধানের দায়িত্বভার পেয়েছেন ডলি বৈদ্য। এদিন নব নির্বাচিত পঞ্চায়েত প্রধান সুফল সরকার ও উপপ্রধান ডলি বৈদ্যকে উৎসাহিত দলীয় কর্মীরা মালা পরিয়ে অভিনন্দন জানান। এরপর উৎসাহিত দলীয় কর্মীরা গেরুয়া আবির মেখে নবনির্বাচিত পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান সহ ১১ জন পঞ্চায়েত সদস্যকে নিয়ে ব্যান্ডপার্টি বাজিয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমা করান। নবনির্বাচিত পঞ্চায়েত প্রধান সুফল সরকার বলেন, জনগণের উন্নয়নের কাজ করব এবং জনগণের পাশে থাকবো।

নবনির্বাচিত উপপ্রধান ডলি বৈদ্য বলেন, রাস্তা , স্বাস্থ্য সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে বিশেষ গুরুত্ব আরোপ করা হবে।

এদিন উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি সদর দক্ষিণ মন্ডল সভাপতি সৌমেন রায়, মন্ডল কোষাধাক্ষ জয়চাদ মৈত্র, মন্ডল সহ-সভাপতি শ্রীমন্ত মজুমদার , মন্ডল সম্পাদক অটল রায়, ভারতীয় জনতা পার্টির শক্তি স্থল সভাপতি অরুন মল্লিক, কিরেন রায় , সন্তুষ সরকার , শক্তিস্থলের সহ-সভাপতি প্রণয় সরকার ,গণেশ মণ্ডল, সুভাষ রায় সহ অন্যান্যরা দলীয় নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *